মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৮

ভারতের মহারাষ্ট্রে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2020, 04:04 PM
Updated : 11 Jan 2020, 04:04 PM

নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মহারাষ্ট্রের পালঘরে এ বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ সদস্যদের ছুটে যেতে দেখা গেছে।

কারখানাটি বৈসারের কোলওয়াদেতে অবস্থিত।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে বলে বার্তা সংস্থা পিটিআইকে পুলিশের মুখপাত্র হেমন্ত কারকার জানিয়েছেন।

বিস্ফোরণের শব্দ আশপাশের ১৫ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে, বলেছেন তিনি।

রাসায়নিক কারখানাটির ধরন এবং বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি এনডিটিভি।