কাশ্মীরে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অনির্দিষ্টকাল ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে পুনর্বিবেচনার আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 08:10 AM
Updated : 10 Jan 2020, 08:10 AM

কাশ্মীরে পাঁচ মাসেরও বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ; এর আগে ভারতের কোনো অঞ্চলে এত দীর্ঘ সময় ধরে এ সেবা বন্ধ রাখা হয়নি বলে বিবিসি জানিয়েছে।

গত বছরের ৫ অগাস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক মর্যাদা তুলে নেয়ার আগে আগে উপত্যকাটির ইন্টারনেট, ফোন ও মোবাইল সেবা বন্ধ করে দিয়েছিল।

অক্টোবরে ফোন ও মোবাইল সেবা চালু হলেও ইন্টারনেটে নিষেধাজ্ঞা এখনও বহাল আছে।

শুক্রবার সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ ইন্টারনেটে প্রবেশাধিকারকে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে অভিহিত করেছে। 

“অস্বাভাবিক পরিস্থিতিতেই কেবল ইন্টারনেট পুরোপুরি বন্ধের কথা বিবেচনা করা উচিত। করলেও তা হওয়া উচিত সাময়িক সময়ের জন্য,” রায়ে বলেছেন বিচারক এনভি রামানা।

কাশ্মীর টাইমসের সম্পাদক অনুরাধা ভাসিন ও কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ জম্মু-কাশ্মীরে সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে এ মামলাটি করেছেন বলে জানিয়েছে আনন্দবাজার।

তিন সদস্যের এ বেঞ্চে আরও ছিলেন বিচারক আর সুভাষ রেড্ডি ও বি আর গাভাই।

রায়ে কাশ্মীরে আরোপিত অন্যান্য বিধিনিষেধও এক সপ্তাহের মধ্যে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

কাশ্মীরে এর আগে ২০১৬ সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্তও ১৩৩দিন ইন্টারনেট বন্ধ ছিল। পরের বছর ১৮ জুন থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত  পশ্চিম বঙ্গে ৯৯দিন ইন্টারনেট বন্ধ ছিল।