সাইবার জালিয়াতি: নেপালে সন্দেহভাজন ১২২ চীনা আটক

সাইবার অপরাধ ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে সন্দেহভাজন ১২২ চীনা নারী-পুরুষকে আটক করেছে নেপালের পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 09:08 AM
Updated : 24 Dec 2019, 10:07 AM

সোমবার এক অভিযানে এদেরকে আটক করা হয়; দেশটিতে ভ্রমণ ভিসায় গিয়ে অপরাধে জড়ানো বিদেশি নাগরিকদের ধরতে এটিই সবচেয়ে বড় অভিযান ছিল বলে মঙ্গলবার দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কাঠমান্ডুর পুলিশপ্রধান উত্তম সুবেদি জানান, আটক এ চীনা নাগরিকরা সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত, এমন তথ্য পেয়েই তারা অভিযানে নামেন।

“এ চীনা নাগরিকরা সাইবার অপরাধ ও ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকিংয়ের চেষ্টায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে; আটককৃতদের পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে, তাদেরকে বিভিন্ন থানায় আটকে রাখা হয়েছে। এবারই প্রথম সন্দেহভাজন এত বিদেশিকে একসঙ্গে আটক করা হল,” বলেছেন তিনি।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে নেপালের চীন দূতাবাসের মন্তব্য পাওয়া যায়নি।

কাঠমান্ডু পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হবিন্দ্রা বোগাদি জানান, চীনের দূতাবাস নেপাল কর্তৃপক্ষের অভিযান সম্বন্ধে অবগত আছে এবং তারা সন্দেহভাজনদের আটকের ক্ষেত্রে সায়ও দিয়েছিল।

গত সপ্তাহে ফিলিপিন্স কর্তৃপক্ষও অনিবন্ধিত জুয়া চালানোয় চীনের ৩৪২ শ্রমিককে আটক করেছিল।