জনরায় মেনে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা রঘুবরের

ভারতের ঝাড়খন্ডে কোনও মুখ্যমন্ত্রী পরপর দুবার ক্ষমতায় থাকতে পারেন না। সেই ধারা ভাঙতে পারলেন না বিজেপি’র রঘুবর দাসও। জামশেদপুর পূর্ব আসনের ভোটে পরাজয় স্বীকার করে শেষ পর্যন্ত পদ থেকে ইস্তফা দিলেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 04:30 PM
Updated : 23 Dec 2019, 04:30 PM

ইন্ডিয়া ডটকম জানায়, সোমবার সন্ধ্যায় গভর্নর দ্রৌপদী মুরমুর সঙ্গে দেখা করে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রঘুবর।

নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে এবার ভোটের আগেই রঘুবর দাসের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন সাবেক বিজেপি নেতা সরয়ু রায়। তার কাছেই ৭ হাজার ৫০০ ভোটে পিছিয়ে পড়েন রঘুবর।

এর আগে সকালে রঘুবর দাস আশাপ্রকাশ করেছিলেন বিজেপি সরকার ফের ক্ষমতায় আসবে। কিন্তু দুপুর ২ টা নাগাদই পরাজয় স্পষ্ট হয়ে ওঠে।

তাছাড়া, ১৯ বছরে ঝাড়খন্ডে ছয় জন মুখ্যমন্ত্রী হলেও কেউই পরপর দুবার মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেননি।রঘুবরও সে ভাগ্যই বরণ করলেন।