আফগানিস্তানে মার্কিন ঘাঁটিতে আত্মঘাতী হামলায় নিহত ১

আফগানিস্তানে কাবুলের উত্তরে বাগরামের প্রধান মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় অন্তত ১ জন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 11 Dec 2019, 01:21 PM
Updated : 11 Dec 2019, 02:12 PM

৩০ মিনিট সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে বুধবার জানিয়েছেন আফগান ও নেটো কর্মকর্তারা। তালেবান হামলার দায় স্বীকার করেছে।

তালেবান জঙ্গিদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “প্রথমে একটি ভার মাজদা গাড়ি আমেরিকান ঘাঁটির দেয়ালে আঘাত করেছে। এরপর কয়েকজন মুজাহিদীন হালকা এবং ভারি অস্ত্র নিয়ে আমেরিকান দখলদারদের ওপর হামলা করতে পেরেছে।”

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী এ হামলা চটজলদি প্রতিহত করা হয়েছে বলে জানালেও তালেবান মুখপাত্র হামলা এখনো চলছে বলে দাবি করেছেন।

আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে হামলায় ৫ জরজিয়ান সেনা আহত হওয়ার কথা জানিয়েছে। বাদবাকী আহতদের বেশিরভাগই আফগান।

হামলাকারীরা ঘাঁটিতে ঢোকার চেষ্টা করায় তাদের সঙ্গে বিদেশি বাহিনীর সেনাদের ৩০ মিনিট লড়াই হয়।

দুই হামলাকারী সেনাঘাঁটির দক্ষিণের প্রবেশপথে বিস্ফোরকে ঠাসা গাড়ির বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে, আরো ৫ হামলাকারী গুলি ছোড়ে। বন্দুকধারীদের কয়জন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র।

যুক্তরাষ্ট্র তালেবান জঙ্গিদের সঙ্গে শান্তি আলোচনা নতুন করে শুরুর অপেক্ষায় থাকার সময়ই এ হামলা হল।