দিল্লির কারখানায় আগুন: মালিক-ম্যানেজার গ্রেপ্তার

ভারতের দিল্লি শহরের কেন্দ্রস্থলে একটি ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৪৩ জনের মৃত্যুর ঘটনার পর কারখানার মালিক এবং ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

>>রয়টার্স
Published : 9 Dec 2019, 04:17 PM
Updated : 9 Dec 2019, 04:17 PM

সোমবার দিল্লি পুলিশের মুখপাত্র মানদ্বীপ সিং রনধাওয়া ওই দুইজন গ্রেপ্তার হওয়ার কথা জানিয়ে বলেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিগগিরই তা শেষ করা হবে।

রানি ঝাঁসি সড়কের আনাজ মান্দি এলাকার কারখানাটিতে রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে।

নিহতদের অধিকাংশই কারখানাটির শ্রমিক। যখন আগুন লাগে, তখন কারখানার শ্রমিকরা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

আগুন লাগার কারণ জানা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থলে ৩০টি ফায়ার ট্রাক গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে সন্দেহ করা হচ্ছে।