ধর্ষণ মামলার শুনানিতে যাওয়ার পথে অভিযোগকারী তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টা

ভারতের উত্তরাঞ্চলে ধর্ষণ মামলার শুনানিতে যাওয়ার পথে অভিযোগকারী এক তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 10:59 AM
Updated : 5 Dec 2019, 10:59 AM

গুরুতর দগ্ধ ২৩ বছর বয়সী ওই তরুণী এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছে বিবিসি।

উত্তরপ্রদেশের উন্নাওয়ের এ তরুণী মার্চে দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে ধর্ষণ করার অভিযোগ এনেছিলেন।

আদালতে এ মামলার শুনানিতে যাওয়ার পথেই বৃহস্পতিবার তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়।

পুলিশ এ ঘটনায় ধর্ষণে অভিযুক্তদেরসহ মোট ৫জনকে গ্রেপ্তার করেছে।

তরুণীটির শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে; তাকে লখনৌর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

উন্নাওয়ের অন্য একটি ধর্ষণ মামলা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই অভিযোগকারীকে পুড়িয়ে হত্যাচেষ্টার এ ঘটনা ঘটল।

ক্ষমতাসীন দলের স্থানীয় এক সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা এক নারী জুলাইয়ে গাড়িচাপায় গুরুতর আহত হলে পুলিশ হত্যাচেষ্টার অভিযোগের তদন্ত শুরু করে। গাড়িচাপার ওই ঘটনায় অভিযোগকারীর দুই আত্মীয় নিহত এবং তার আইনজীবী আহত হয়েছিলেন।

তেলেঙ্গানায় ২৭ বছর বয়সী এক নারী পশুচিকিৎসককে হত্যার ঘটনা নিয়েও ভারতজুড়ে এখন তীব্র প্রতিবাদ চলছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলেই ধারণা পুলিশের।

২০১২ সালে দিল্লিতে বাসে এক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনার পর থেকে ভারতে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে সরকারি-বেসরকারি নানান পদক্ষেপের পরও পরিস্থিতির তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না, বলছে বিবিসি।

কেবল ২০১৭ সালেই দেশটিতে ৩৩ হাজার ৬৫৮টি, গড়ে প্রতিদিন ৯২টি করে ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে বলে সরকারি এক হিসাবে জানানো হয়েছে।