রেলের যাত্রীদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক কুকুর

কাউকে রেল লাইন পার হতে দেখলে অথবা চলন্ত ট্রেনে উঠা-নামা করতে দেখলেই তার দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে একটি কুকুর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2019, 11:59 AM
Updated : 19 Nov 2019, 11:59 AM

ভারতের তামিলনাডু প্রদেশের রাজধানী চেন্নাইয়ের পার্ক টাউন রেল স্টেশনে স্বেচ্ছাসেবী নিরাপত্তারক্ষীর ভূমিকায় থাকা কুকুরটিকে দুই বছর আগে ফেলে যায় কেউ।

স্টেশনের প্লাটফর্মে থাকতে থাকতেই ট্রেনের যাত্রীদের রক্ষকে পরিণত হয়েছে কুকুরটি।

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি বলছে, কুকুরটি প্লাটফর্মে দায়িত্বরত রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সঙ্গে যোগ দিয়ে প্রতিদিন স্টেশনে টহল দেয়।

ভারতের রেল মন্ত্রণালয় এক টুইটে লিখেছে, দুই বছর আগে পরিত্যক্ত চিন্নাপন্নু নামে এই কুকুর চেন্নাই রেল স্টেশনে অবৈধভাবে রেলপথ পারাপার বা লাইনের উপর দিয়ে হাঁটতে থাকা যাত্রীদের সাবধান করার কাজে আরপিএফকে আন্তরিকভাবে সহায়তা করছে।

এক যাত্রী বলেন, “কাউকে চলন্ত ট্রেনে উঠতে বা নামতে দেখলে অথবা ট্রেনের পাদানিতে ঝুলতে দেখলেই কুকুরটি ঘেউ ঘেউ করে তেড়ে আসে। যারা হেঁটে সরাররি রেললাইন পার হয়, তাদের দিকেও ঘেউ ঘেউ করে এ কুকুর। জনগণের উপকারই করছে এটা।”

কুকুরটি রেলস্টেশনে কখনো কোনো সমস্যা সৃষ্টি করেনি বলে স্থানীয়রা জানান।