শবরীমালায় নারীদের প্রবেশাধিকার: মামলা বৃহত্তর বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট

ভারতের কেরালায় শবরীমালা মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার মামলায় বিষয়টি পর্যালোচনার জন্য এবার ৭ বিচারপতির বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2019, 02:47 PM
Updated : 14 Nov 2019, 02:47 PM

বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছে আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ।

বিবিসি জানায়, গত বছর সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির বেঞ্চের রায়ে শবরীমালার আয়াপ্পার মন্দিরে নারীদের প্রবেশাধিকার দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্ত সেই রায় নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল রাজ্যে। নারীরা মন্দিরটিতে প্রবেশ করতে গেলে তাদেরকে ফেরত পাঠানো হয়। আবার অনেক ক্ষেত্রে নারীদের ওপর চড়াও হয়েছিল বিক্ষুব্ধরা।

রায়টি পুনর্বিবেচনার জন্যও অন্তত ৬০টি আবেদন জমা পড়ে শীর্ষ আদালতে। সেইসব আবেদনের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ বিষয়টি পর্যালোচনার জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

মামলাটি বৃহত্তর বেঞ্চে যাওয়ায় নারীদের মন্দিরে প্রবেশের বিষয়টি এখনো অমীমাংসিতই থেকে গেল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও বিতর্কের প্রয়োজন। সে কারণে সুপ্রিম কোর্টের সাত সদস্যের ডিভিশন বেঞ্চে তা পাঠানো হল।

বছরে মোট ১২৭ দিন খোলা থাকে শবরীমালা মন্দির। ওই সময় নারী-পুরুষ নির্বেশেষে সবাই ওই মন্দির গিয়ে প্রার্থনা করতে আগ্রহী থাকে। গতবছর ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এ মন্দিরে নারীদের প্রবেশাধিকার দেওয়ার আগে সেখানে দেবতা আয়াপ্পার পুজো করার জন্য ১০ থেকে ৫০ বছর বয়সী নারীদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা ছিল।