পাকিস্তান সফরে তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে বললেন উইলিয়াম

পাকিস্তান সফরে গিয়ে দেশটির তরুণদের মানসিক স্বাস্থ্য শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছেন প্রিন্স উলিয়াম।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 03:45 PM
Updated : 15 Oct 2019, 03:45 PM

যুক্তরাজ্যের ডিউক অব ক্যামব্রিজ উইলিয়াম ও তার স্ত্রী কেট পাঁচ দিনের আনুষ্ঠানিক সফরে পাকিস্তান গেছেন।

বিবিসি জানায়, মঙ্গলবার প্রথম দিনটি এ দম্পতি রাজধানী ইসলামাবাদে ব্যস্ত সময় কাটিয়েছেন। তারা এদিন সরকারি কয়েকটি স্কুল ও কলেজে যান।

উইলিয়াম বলেন, পাকিস্তানে গরিব পরিবারের শিক্ষার্থীদের ‘স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা একদমই স্থিতিশীল নয়’।

‘ফরেইন অ্যান্ড কমনওয়েল্থ অফিস’ এর আয়োজনে ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স উলিয়াম পাঁচ দিনের সফরে পাকিস্তান সফরে গেছেন।
এর আগে ২০০৬ সালে উলিয়ামের বাবা প্রিন্স অব ওয়ালেস যুবরাজ চার্লস এবং তার স্ত্রী ক্যামেলিয়া সর্বশেষ কমনওয়েল্থভুক্ত কোনো দেশে আনুষ্ঠানিক সফর করেছিলেন।
ইসলামাবাদ মডেল (মহিলা) কলেজ পরিদর্শন শেষে প্রিন্স উলিয়াম বলেন, “যুক্তরাজ্যে আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয় পাঠ্যবইয়ের অন্তভুর্ক্ত হওয়া নিশ্চিত করার চেষ্টা করছি।”
প্রিন্স উলিয়াম ছাড়াও তার ভাই ডিউক অব ডচেস প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান নিয়মিতই মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে প্রচার চালান।

মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন প্রিন্স উলিয়াম এবং কেট।

তারা ইসলামাবাদের মারগালা হিলস ন্যাশনাল পার্কও ঘুরে দেখেন।