দলীয় নেতাদের ফারুক আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাতের অনুমতি

দীর্ঘ দুই মাস পর বিলুপ্ত জম্মু ও কাশ্মীর রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও তার ছেলে ওমরের সঙ্গে দলীয় নেতাকর্মীরা সাক্ষাতের অনুমতি পেয়েছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2019, 03:30 PM
Updated : 5 Oct 2019, 03:30 PM

গত ৫ অগাস্ট ভারত সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণার আগের দিন রাতেই সেখানকার বেশিভাগ নেতাকে গৃহবন্দি করা হয়। যাদের মধ্যে আরেক সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও রয়েছেন।

কাশ্মীর ভিত্তিক দল ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট ৮১ বছরের ফারুককে শ্রীনগরে নিজ বাড়িতে বন্দি করে রাখা হয়েছে। তার ছেলে ওমর কাছেই ‘হরি নিবাস’ রাজ্য অতিথি শালায় গৃহবন্দি আছেন।

এনডিটিভি জানায়, এতদিন তাদের সঙ্গে দলীয় নেতা-কর্মীদের দেখা করতে দেয়নি কাশ্মীর প্রশাসন।

শেষ পর্যন্ত প্রাদেশিক প্রেসিডেন্ট দেভেন্দর সিং রানার অনুরোধে প্রশাসন একটি প্রতিনিধি দলকে ফারুকের সঙ্গে দেখা কার অনুমতি দিয়েছেন বলে শনিবার জানান ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র মদন মান্তো।

তিনি বলেন, দেভন্দর সিং রানার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সকালে জম্মু থেকে শ্রীনগরের পথে রওয়ানা হবেন।

দলটি ওমর আব্দুল্লাহর সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে।

এর আগে ফারুকের মেয়ে সফিয়া তার ভাই ওমর আব্দুল্লাহর সঙ্গে দেখা করেছেন। তাদের আরেক আত্মীয়াও ওমরের সঙ্গে সাক্ষাৎ করছেন বলে জানায় এনডিটিভি।