হেলমান্দে ৩৫ বেসামরিককে হত্যা করেছে আফগান বাহিনী

আফগানিস্তানের সরকারি বাহিনীর চালানো এক হামলায় দেশটির অন্তত ৩৫ জন বেসামরিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2019, 09:52 AM
Updated : 23 Sept 2019, 09:58 AM

হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে ঘটনাটি ঘটেছে বলে সোমবার দুই প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন।
রোববার রাতের এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে ওই কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দিতে তালেবানের ব্যবহার করা একটি বাড়িতে ওই রাতে অভিযান চালিয়েছিল আফগান বাহিনী, কিন্তু অভিযানের সময় ওই বাড়ির লাগোয়া আরেকটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল, সেখানে থাকা লোকজনও সরকারি বাহিনীর গুলির আওতায় পড়ে যায়। 

“৩৫ বেসামরিক নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এই লোকজন মুসা কালা জেলার খাকসার এলাকায় হামলাস্থলের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,” বলেছেন হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আতাউল্লাহ আফগান।

প্রাদেশিক পরিষদের দ্বিতীয় আরেক সদস্য আব্দুল মজিদ আখুন্দজাদা ওই হামলায় ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।