ভারতের উত্তরাখন্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

ভারতের উত্তরাখন্ড রাজ্যে ত্রাণ সামগ্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2019, 09:08 AM
Updated : 21 August 2019, 10:15 AM

হেলিকপ্টারটি বৈদ্যুতিক লাইনে আঘাত করার পর বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

বুধবার রাজ্যটির উত্তরকাশী জেলায় ঘটনাটি ঘটেছে। বেসরকারি ওই হেলিকপ্টারটি ওই এলাকার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল।

সেখানে ত্রাণ কাজে নিয়োজিত ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের সদস্যরা হেলিকপ্টারটিকে বিধ্বস্ত হতে দেখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে।

ত্রাণ সামগ্রীগুলো উত্তরকাশীর মোরি থেকে মোলদিতে নিয়ে যাওয়া হচ্ছিল।

গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও মেঘভাঙা বৃষ্টির কারণে উত্তরাখন্ডের কয়েকটি অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্যজুড়ে ৩৫ জনের মৃত্যুর পাশাপাশি বিভিন্ন জায়গায় বহু লোক আটকা পড়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরকাশী জেলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

উত্তরাখন্ডের পাশাপাশি উত্তর ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায়ও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টির সময় ভূমিধসে হিমাচলে ৪৩ জনের মৃত্যু হয়।