যৌন নিপীড়ন: ভারতে মেজর জেনারেল বরখাস্ত

সহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষীসাব্যস্ত একজন মেজর জেনারেলকে বরখাস্ত করেছে ভারতীয় সেনাবাহিনী।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2019, 09:51 AM
Updated : 18 August 2019, 09:51 AM

সামরিক আদালতে বিচার শেষে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত শনিবার মেজর জেনারেল আরএস জাসওয়ালকে বরখাস্ত করার খবর নিশ্চিত করেন বলে জানায় এনডিটিভি।

যদিও গত জুলাই মাসেই সেনাপ্রধান ওই বরখাস্তাদেশে স্বাক্ষর করে রেখেছিলেন। বরখাস্ত হওয়ার পাশপাশি শাস্তি হিসেবে আরএস জাসওয়াল অবসরভাতা থেকেও বঞ্চিত হবেন।

সেনা কর্মকর্তারা এএনআইকে বলেন, “দ্বিতীয় কর্পস কমান্ডার লেফ্টেন্যান্ট জেনারেল এমজেএস কাহলন শনিবার আম্বালায় মেজর জেনারেল আরএস জাসওয়ালকে সেনাপ্রধানের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।”

মেজর জেনারেল আরএস জাসওয়া উত্তর পূর্বের ‘আসাম রাইফেলস’ এ দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে ক্যাপ্টেন পদমর্যাদার এক নারী সেনা কর্মকর্তা যৌন নিপীড়নের অভিযোগ তোলেন।

যার ভিত্তিতে শুনানি শেষে গত বছর ডিসেম্বরে একটি সামরিক আদালত ওই মেজর জেনারেলকে বরখাস্ত করার সুপারিশ করেন।

হরিয়ানা রাজ্যের চণ্ডী মন্দির ক্যান্টনমেন্টে ২০১৬ সালের শেষ দিকে যৌন নিপীড়নের ওই ঘটনা ঘটে।

মেজর জেনারেল আরএস জাসওয়া তখন ভাতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের অধীনে ওই ক্যান্টনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।

বরখাস্ত হওয়া এই সেনা কর্মকর্তা তার বিরুদ্ধে উঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।