ভারতে বেড়েছে বাঘের সংখ্যা

ভারত এখন প্রায় ৩ হাজার বাঘের আবাসস্থল। চারবছর আগে দেশটিতে বাঘের যে সংখ্যা ছিল তার চাইতে এ সংখ্যা এক তৃতীয়াংশ বেশি। সর্বশেষ বাঘ শুমারিতেই উঠে এসেছে এ তথ্য।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 03:51 PM
Updated : 29 July 2019, 04:53 PM

সোমবার এ তথ্য প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০১৮ সালে ভারতে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯৬৭টি। যেখানে ২০১৪ সালে এ সংখ্যা ছিল ২ হাজার ২২৬।

তিনি বলেন, ভারত এখন বাঘের জন্য বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে নিরাপদ আবাসস্থল। এছাড়া, ভারত এখন বিশ্বের প্রায় ৭০ শতাংশ বাঘের আবাসস্থল বলেও ধারণা করা হচ্ছে।

প্রতি চার বছর অন্তর ভারতে বাঘশুমারি হয়। একাজ খুবই সময়সাপেক্ষ এবং কঠিন পরিশ্রমের। বন কর্মকর্তা ও বিজ্ঞানীদেরকে প্রায় ৫ লাখ বর্গকিলোমিটার এলাকায় বাঘের অবস্থানের প্রমাণ সংগ্রহ করতে হয়।

বাঘশুমারির তথ্য প্রকাশের পর মোদী বলেন, “এতে সব ভারতীয়ই আনন্দিত হবেন।” গত চার বছরে বাঘের সংখ্যা বৃদ্ধিকে এ প্রাণীটি সংরক্ষণে ভারত বড় ধরনের সাফল্য পেল বলেই মনে করা হচ্ছে।

এক তথ্য অনুসারে, ১৮৭৫  থেকে ১৯২৫ সালের মধ্যে ভারতে প্রায় ৮০ হাজার বাঘ হত্যা করা হয়েছে। ১৯৬০ এর দশকে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছিল।