কুলভূষণের মৃত্যুদণ্ড: পাকিস্তানকে রায় পুনর্বিবেচনা করতে বললো আন্তর্জাতিক আদালত

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানের সামরিক আদালতে সাবেক ভারতীয় নৌসেনা কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা করতে বলেছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2019, 05:21 AM
Updated : 18 July 2019, 05:21 AM

হেগের এই আদালতের ১৬ বিচারকের প্যানেল বুধবার সংখ্যাগরিষ্ঠ বিচারকের মতামতের ভিত্তিতে এই রায় ঘোষণা করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বলেছে, কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার সুযোগ না দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পাকিস্তান।  

রায়ে বলা হয়েছে, পাকিস্তান রায় ও সাজা পুনর্বিবেচনা করার আগ পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত থাকবে। পাশাপাশি তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে ভারতীয় কূটনীতিকদের।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সদস্য দেশ হিসেবে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের এই রায় মানার বাধ্যবাধকতা রয়েছে পাকিস্তানের। তবে রায় কার্যকর করার ক্ষেত্রে এই আন্তর্জাতিক আদালতের কোনো ক্ষমতা নেই।

ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণকে ২০১৬ সালের মার্চ মাসে গ্রেপ্তার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহে মদদ দেওয়া এবং ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 

অন্যদিকে ভারত দাবি করে, কুলভূষণ তার ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন। সেখান থেকে তাকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে এবং মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হচ্ছে।

পাকিস্তানের সামরিক আদালত ২০১৭ সালের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দিলে এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যায় ভারত।

ভারতের পক্ষ থেকে বলা হয়, বিচার চলাকালে ৪৯ বছর বয়সী কুলভূষণের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে না দিয়ে পাকিস্তান ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে।

ভারতের ওই আবেদনে কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখার আদেশ দেয় হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস।

এ মামলা আন্তর্জাতিক আদালতের ‘এক্তিয়ারভুক্ত নয়’ বলে শুনানিতে যুক্তি দেখিয়েছিল পাকিস্তান। তবে তাদের সে যুক্তি ধোপে টেকেনি।  

বুধবার ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের রায়ে বলা হয়, কুলভূষণকে তার আইনি অধিকারের বিষয়ে জানাতে পাকিস্তান ব্যর্থ হয়েছে। পাশাপাশি তার সঙ্গে যোগাযোগ করার সুযোগ না দিয়ে ভারত সরকারের অধিকার খর্ব করেছে।   

পাকিস্তানের সামরিক আদালতের বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ভারত আন্তর্জাতিক আদালতে বলেছিল, মৃত্যুদণ্ড বাতিল করে কুলভূষণকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হোক।

তবে হেগের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস কুলভূষণকে মুক্তি দেওয়ার আদেশ দেয়নি।