সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার

ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতের সিকিমে চারদিন ধরে আটকে পড়া চার শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2019, 06:01 AM
Updated : 21 June 2019, 06:53 AM

নর্থ সিকিম জেলা প্রশাসন থেকে আটকে পড়া ৪২৭ পর্যটকের সবাইকে বৃহস্পতিবার গাড়িতে করে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছে  দেওয়া হয় বলে জানায় এনডিটিভি।

নর্থ সিকিম থেকে গ্যাংটকের দূরত্ব ১৩০ কিলোমিটার এবং পুরোটাই অত্যন্ত বিপজ্জনক পাহাড়ি পথ।

পর্যটকরা নর্থ সিকিমের চুংথাংয়ে আটকে পড়েছিলেন। তাদেরকে সেখান থেকে সেনাবাহিনীর গাড়ি এবং স্থানীয় ট্যাক্সি সার্ভিসের মাধ্যমে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে রাজ্য সরকারের বাসে করে গ্যাংটক পৌঁছে দেওয়া হয়।

ভারি বৃষ্টির কারণে সিকিমে তিস্তা নদীর পানি বিপদজনক সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

চারদিন আটকে থাকা পর্যটকদের কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের ডাক্তার দেখানো হয় বলে জানান নর্থ সিকিমের জেলা কমিশনার।