পাকিস্তানের আকাশপথ ব্যবহার করবেন না মোদী, জানাল ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আকাশসীমা ব্যবহারের সম্মতি দিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, পাক আকাশপথ ব্যবহার করবেন না মোদী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 11:37 AM
Updated : 12 June 2019, 11:37 AM

ঘুরপথে মোদী যাবেন কিরঘিজস্তানের বিশকেকে আয়োজিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে। পাকিস্তানের আকাশসীমা এড়িয়েই উড়বে তার বিমান। ওমান এবং ইরান হয়ে বিশকেক পৌঁছবেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বুধবার জানিয়েছেন, ‘‘বিশকেক যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর ভিভিআইপি বিমানের দু’টি যাত্রাপথের কথা ভেবেছিল সরকার। তবে এখন ওমান, ইরান এবং মধ্য এশিয়ার দেশগুলোর হয়েই ভিভিআইপি বিমান উড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আগামী ১৩-১৪ জুন বিশকেকে এসসিও সম্মলেনে অংশ নেবেন ভারত এবং পাকিস্তান, দুই দেশের রাষ্ট্রনেতারাই।

কিরঘিজস্থান যেতে হলে পাকিস্তানের আকাশপথ হয়ে যাওয়া সহজ৷ কিন্তু পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হানার পর থেকে দেশটি তাদের আকাশপথ ভারতের ব্যবহারের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়।

ফলে, সম্প্রতি ইসলামাবাদকে তাদের আকাশসীমা খুলে দেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছিল দিল্লি, যাতে মোদীর বিমান যেতে পারে।

পাকিস্তানও সে অনুরোধ মেনে মোদীর বিমানের জন্য বিশেষ সম্মতি দিয়েছিল। তারপরও পাক আকাশসীমা এড়িয়েই কিরঘিজস্তান যাওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।