চন্দ্রযান-২ মহাকাশযানের ছবি দেখাল ভারত

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- আইএসআরও আগামী মাসে তাদের দ্বিতীয় চন্দ্র অভিযানে ব্যবহার হতে যাওয়া মহাকাশযান ‘চন্দ্রযান-২’ এর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2019, 10:49 AM
Updated : 12 June 2019, 10:49 AM

অভিযানটি সফল হলে ভারত হবে যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর চাঁদে সফলভাবে অবতরণ করা চতুর্থ দেশ।

২০০৮ সালে ভারত তাদের প্রথম মহাকাশযান চন্দ্রযান-১ চাঁদে পাঠিয়েছিল। সেবারের যানটি উপগ্রহের কক্ষপথে পাঠানো হয়েছিল, অবতরণের উদ্দেশ্যে নয়।

চন্দ্রযান-২তে একটি ল্যান্ডার, একটি অরবিটার ও একটি রোভার আছে বলে জানিয়েছে বিবিসি।

এবারের অভিযানে চাঁদের পৃষ্ঠ এবং এর পানি, খনিজ সম্পদ ও পাথরের গড়ন সংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় মহাকাশ ও গবেষণা সংস্থার দেওয়া ছবিগুলোতে বিজ্ঞানীদের মহাকাশযানটিকে প্রস্তুত করতে বিজ্ঞানীদের ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী সব হলে সেপ্টেম্বরেই চন্দ্রযান-২ এর ল্যান্ডার ও রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছকাছি এলাকাকে স্পর্শ করবে। এর আগে কারও মহাকাশযানই ওই এলাকায় অবতরণ করেনি বলে জানিয়েছে বিবিসি।

ভারতীয় এ মহাকাশযানের রোভারটি চাঁদে ১৪ দিন থাকবে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন আইএসআরও-র চেয়ারপার্সন কে সিভান।

“রোভারটি চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন উপাদান পর্যালোচনা করবে এবং ছবি ও তথ্য পৃথিবীতে পাঠাবে,” বলেছেন তিনি।