হিমালয়ে নিখোঁজ ৮ পর্বতারোহীর সন্ধানে ভারতের উদ্ধার অভিযান

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ নন্দা দেবী জয় করতে যাওয়া আট পর্বতারোহীর খোঁজে উদ্ধারকারী দল পাঠিয়েছে নয়া দিল্লি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2019, 09:56 AM
Updated : 2 June 2019, 11:29 AM

নিখোঁজ আরোহীরা ‘ব্যাপক মাত্রার তুষার ধসের মুখোমুখি হতে পারেন’ বলে আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির উত্তরাখন্ড রাজ্যের দুই সরকারি কর্মকর্তা।

নিখোঁজদের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের নাগরিক আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পর্বতারোহণ মৌসুমের একেবারে শেষপ্রান্তে এসে হিমালয়ের ভারতীয় অংশে ওই আট অভিযাত্রীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেল।

নির্ধারিত সময়ে বেস ক্যাম্পে ফিরে না আসায় তাদের সন্ধানে শনিবার থেকেই উদ্ধার অভিযান শুরু হয়।

পর্বতারোহীরা শেষ যেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে তা চষে ফেলতে কয়েকদিনও লেগে যেতে পারে বলে জানিয়েছেন উত্তরাখন্ড রাজ্যের শীর্ষ বেসামরিক কর্মকর্তা বিজয় কুমার জোগদান্দা।

রাজ্য পুলিশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর মহাপরিদর্শক সঞ্জয় গুঞ্জিয়াল রয়টার্সকে জানান, নিখোঁজদের সঙ্গে থাকা অন্য অভিযাত্রীরা আগেই বেস ক্যাম্পে ফিরে আসেন।

পূর্ব পরিকল্পনামতো আট পর্বতারোহী যে ক্যাম্পে ফেরত আসেননি শুক্রবার সে খবর তারাই কর্মকর্তাদের জানান। 

২০১৫ সালের পর এবারের মৌসুমেই হিমালয় পর্বতারোহীদের জন্য বেশি প্রাণঘাতী অঞ্চল হিসেবে দেখা দিয়েছে। মাউন্ট এভারেস্টের নেপাল অংশে এ বছর এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ব্রিটিশ নাগরিক মার্টিন মোরানের নেতৃত্বে পর্বতারোহীরা নন্দা দেবী জয় করতে অভিযানে নামেন। 

মোরান মাউন্টেন কোম্পানির ফেইসবুক পেইজে সর্বশেষ গত ২২ মে দেওয়া পোস্টে অভিযাত্রী দলটি ৪ হাজার ৮৭০ মিটার উচ্চতার দ্বিতীয় বেস ক্যাম্পে পৌঁছেছে বলে জানানো হয়েছিল। ওই বেস ক্যাম্পেই তাদের পরবর্তী এক সপ্তাহ থাকার কথা।

উদ্ধার অভিযান শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে শনিবার সন্ধ্যায় তা স্থগিত করা হয়; রোববার সকাল থেকে ফের অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়।

এদিনের অভিযানে ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা হতে পারে বলে বলেছেন তিনি।