নাম থেকে ‘চৌকিদার’ সরালেন মোদী

লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ জয় প্রায় নিশ্চিত, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটার অ্যাকউন্টে নিজের নামের আগে থেকে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 02:27 PM
Updated : 23 May 2019, 02:28 PM

বৃহস্পতিবার এক টুইটে ‘চৌকিদার’ শব্দটি সরিয়ে ফেলার কারণ ব্যাখ্যায় মোদী বলেন, “এখন চৌকিদার চেতনাকে পরবর্তী পর্যায়ে নেওয়ার সময় হয়েছে। সবসময় এই চেতনাকে বাঁচিয়ে রাখুন এবং ভারতের উন্নয়নে কাজ করতে থাকুন।

“চৌকিদার শব্দটি আমার টুইটার অ্যাকাউন্ট নাম থেকে সরে গেলেও এটি আমার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আপনাদের সবাইকেও একই কাজ করার অনুরোধ করছি!”

গত মার্চে মোদী ‘ম্যাঁ ভি চৌকিদার’ এর প্রচার শুরু করেন মোদী। যা তার দলের নির্বাচনী প্রচারে দারুণ গতি এনে দিয়েছিল।

রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির দিকে ইঙ্গিত করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পাল্টা স্লোগান হিসেবে মোদীকে ‘চৌকিদার চোর হ্যে’ বলেন। যে জন্য পরে তাকে ক্ষমা চাইতে হয়।

‘চৌকিদার’ প্রচার শুরু করে মোদী জনগণের প্রতি ভোট দিয়ে ‘দেশের সুরক্ষায় একজন চৌকিদারের মত কাজ করার’ অনুরোধ জানিয়েছিলেন।

জনগণ যে তার সেই অনুরোধে বেশ ভালো ভাবেই সাড়া দিয়েছে তার প্রমাণ মোদীর দল হাতেহাতেই পেয়েছে।

মোদীর টুইটের পরপরই বিজেপি সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিসহ অন্যান্য বিজেপি নেতা নিজ নিজ টুইটার অ্যাকাউন্ট নাম থেকে ‘চৌকিদার’ শব্দটি ফেলে দেন বলে জানায় টাইমস অব ইন্ডিয়া।