আমেথিতে বিজেপির স্মৃতি ইরানির চেয়ে পিছিয়ে রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধী আমেথির আসনে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানির চেয়ে পিছিয়ে আছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2019, 04:27 AM
Updated : 23 May 2019, 04:53 AM

বৃহস্পতিবার ভারতীয় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর ওই আসনে ইরানি এগিয়ে আছেন বলে দেখা গেছে, জানিয়েছে এনডিটিভি।

রাহুল ২০০৪ থেকে উত্তর প্রদেশের এই আসনে জয়ী হয়ে লোকসভায় প্রতিনিধিত্ব করে আসছেন। এবার তিনি আমেথির পাশাপাশি কেরালার ওয়ানাডের আসন থেকেও প্রার্থী হয়েছেন, সেখানে এগিয়ে আছেন তিনি।  

আমেথি উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে। ভারতীয় জাতীয় নির্বাচনের যেসব আসনগুলো কৌতুহলের কেন্দ্রে অবস্থান করছে আমেথি তার মধ্যে একটি।

২০১৪ সালে এই আসনটিতে রাহুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন ইরানি। নির্বাচনে হারলেও ইরানি নিয়মিত আমেথিতে গিয়েছেন এবং সেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিচালনা করেছেন। এবার আমেথিতে তিনি নিবিড় প্রচারণা চালিয়েছেন। 

কংগ্রেস দলীয় প্রধান হিসেবে রাহুল গান্ধী সারা ভারত ঘুরে বেড়িয়েছেন, কিন্তু তিনি তার নিজ আসনকে অবহেলা করেছেন বলে অভিযোগ বিজেপির।

কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত গান্ধী পরিবারের ঐতিহ্যবাহী এই আসনটিতে যদি রাহুল হেরে যান তাহলে তা বিজেপির জন্য বিশাল জয় হিসেবে বিবেচিত হবে।

১৯৯৮ সাল বাদে গত তিন দশকের মধ্যে কংগ্রেস এই আসনটিতে পরাজিত হয়নি।