রাহুল গান্ধী কামান, আমি একে-৪৭: নভোজিৎ সিং সিধু

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে ‘গঙ্গার পুত্র’ হয়ে এসেছিলেন, আর এ নির্বাচনের পর ‘রাফালের দালাল’ হয়ে বিদায় নেবেন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা নভোজিৎ সিং সিধু ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 07:35 AM
Updated : 16 May 2019, 07:35 AM

শেষদফা ভোটের আগে বৃহস্পতিবার হিমাচল প্রদেশে এক নির্বাচনী সমাবেশে সিধু একথা বলেছেন বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

ফ্রান্সের কোম্পানি দাঁসোর কাছ থেকে রাফাল যুদ্ধবিমান ক্রয়ে মোদী দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে কয়েক বছর ধরে ভারতের বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে।  

“রাফাল চুক্তিতে দালালি করেছিলেন কি করেননি তা আমি মোদীকে জিজ্ঞেস করতে চাই। দেশের যে কোনো জায়গায় তিনি আমার সঙ্গে বিতর্ক করতে পারেন। রাহুলজি বড় ব্যাপার। তিনি কামান আর আমি একে-৪৭,” বলেন সিধু।

ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা মোদীর ‘না নিজে দুর্নীতি করবো, না কাউকে করতে দেবো’ মন্তব্য নিয়েও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। 

“যদি আমি হেরে যাই, তাহলে আজীবনের জন্য রাজনীতি ছেড়ে দেবো। আমি বলতে চাই- ২০১৪ সালে মোদী গঙ্গার পুত্র হিসেবে এসেছিলেন, আর ২০১৯ সালে তিনি যাবেন রাফালের দালাল হয়ে,” বলেন এ কংগ্রেস নেতা।

শেষ দফার নির্বাচনে রোববার হিমাচলে লোকসভার চারটি আসনে ভোট হবে।

সাত দফায় হওয়া ৫৪৩টি আসনের ভোটগণনা ও ফলাফল ঘোষণা হবে একইদিন- ২৩ মে।