রক্ষীদের জন্য আলাদা গাড়ি চেয়ে মোদীর ভাইয়ের ধর্না

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী তাকে পাহারায় নিয়োজিত পুলিশ প্রহরীদের জন্য আলাদা গাড়ি চেয়ে থানার সামনে ধর্না কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2019, 08:31 AM
Updated : 15 May 2019, 08:31 AM

মঙ্গলবার জয়পুর যাওয়ার পথে তিনি জয়পুর-আজমির জাতীয় মহাসড়কের বাগরু থানার সামনে বসে ধর্না পালন করেন বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি।

জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানান, তার সঙ্গে যাওয়ার জন্য দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (পিএসও) বাগরু থানায় অপেক্ষা করছিলেন। আইন অনুযায়ী যাকে সুরক্ষা দেওয়ার কথা তার গাড়িতেই তাদের ওঠার কথা। কিন্তু প্রহ্লাদ মোদী তাতে আপত্তি জানান।

“তাকে যে দুইজন পিএসও দেওয়ার নির্দেশ আছে তা উনাকে দেখিয়েছি আমরা। ওই পিএসওদের প্রহ্লাদের গাড়িতে তার সঙ্গে যাওয়ার কথা থাকলেও তিনি তাদেরকে নিজের গাড়িতে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি তাদের জন্য পৃথক গাড়ি দেওয়ার দাবি জানাতে থাকেন,” বলেন আনন্দ।

পরে প্রহ্লাদ পুলিশের কথা মেনে নিলে নিয়ম মেনেই দুই পিএসওকে তার সঙ্গে দেওয়া হয় বলে জানান তিনি। 

 “তিনি ওই দুই পিএসওকে সঙ্গে নিয়ে এখন থানা ছেড়ে যাচ্ছেন,” বার্তা সংস্থা পিটিআইকে এমনটাই বলেছেন কমিশনার আনন্দ।

প্রহ্লাদের ধর্না ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলেছিল বলে জানিয়েছে পুলিশ।