ভোটের আগে সাপ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর খেলা

ভারতে ১১ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সাত পর্বের ভোটের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ১৯ মে। চলছে প্রচারকাজ। আর তা নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা গান্ধী। এরই মধ্যে তাকে খেলতে দেখা গেল সাপ নিয়ে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 02:54 PM
Updated : 2 May 2019, 03:34 PM

উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সচিব প্রিয়াঙ্কা গান্ধীর নিজেহাতে সাপ নিয়ে খেলছেন- এমনই এক ছবি ক্যামেরাবন্দি হয়েছে বৃহস্পতিবার।

ভোটের প্রচারকার্যে ব্যস্ত প্রিয়াঙ্কা একটি জনসভায় সাপুড়েদের সঙ্গে আলদা করে কথা বলেছেন ৷ এর ফাঁকেই সাপুড়েদের কাছ থেকে সাপ হাতে তুলে নেন তিনি ৷ তার চারপাশ থেকে সবাই তাকে সতর্ক করলেও তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সাপ কোনোভাবেই তার ক্ষতি করতে পারবে না ৷ পাশাপাশি প্রিয়াঙ্কা জানতে চান সাপুড়েদের কাছে কী কী সাপ আছে সেটিও।

নির্বাচনের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই বলিউড তারকা অক্ষয় কুমারের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে চমক দেখিয়েছেন। এবার প্রিয়াঙ্কা গান্ধীও যেন চমক দেখানোর চেষ্টা করলেন।

তবে প্রিয়াঙ্কার এই ছোট্ট স্টান্টের কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। টুইটারে কেউ কেউ বলেছেন, তিনি সাপুড়েদের দেশ হিসাবে ভারতের ভাবমূর্তি তুলে ধরতে চেয়েছেন।

তাছাড়া, নির্বাচন কমিশনের আচরণবিধির ম্যানুয়ালেও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রচারে প্রাণীর ব্যবহার কিংবা তাদের জন্য অর্থ ব্যয় বন্ধ করতে বলা হয়েছে।