পশ্চিম বঙ্গে নিজেদের মধ্যে গোলাগুলিতে এক সেনা নিহত

পশ্চিম বঙ্গের হওড়া জেলায় নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতের কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 09:32 AM
Updated : 2 May 2019, 09:41 AM

বৃহস্পতিবার হাওড়ার বাগনানের একটি স্কুলে এ ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভি, আনন্দবাজার পত্রিকার।

৬ মে, সোমবার ভারতের জাতীয় নির্বাচনের পঞ্চম পর্বের ভোট গ্রহণ করা হবে। ওই দিন হাওড়ার উলুবেড়িয়া লোকসভা আসনেও ভোট হবে। ওই কারণে বাগনানের জ্যোর্তিময়ী হাইস্কুলে কেন্দ্রীয় বাহিনীর একটি শিবির স্থাপন করা হয়।

স্থানীয় বাসিন্দাদের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এলাকার মানুষ সকালে স্কুলের ভিতর থেকে গুলির আওয়াজ পান, তারপরই স্কুলের মধ্যে জওয়ানদের ছোটাছুটি করতে দেখেন।

কোনো ঘটনায় দুই জওয়ানের মধ্যে তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। তর্কাতর্কিতে আরও কয়েকজন জড়িয়ে পড়ার মধ্যেই গুলির ঘটনা ঘটে।   

জেলা পুলিশের সূত্রগুলো আনন্দবাজারকে জানিয়েছে, গুলিতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।

কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হয়েছেন বলে জানা গেছে। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।