গম্ভীরের ‘ভোটার পরিচয়পত্র দুইটি’, অভিযোগ আম-আদমি প্রার্থীর

পূর্ব দিল্লির সংসদীয় আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী গৌতম গম্ভীরের দুটি ভোটার পরিচয়পত্র আছে জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির অতিশি মারলেনা। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2019, 10:55 AM
Updated : 26 April 2019, 10:55 AM

ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনিং ব্যাটসম্যান গম্ভীর গত মাসে বিজেপিতে যোগ দিয়েই পূর্ব দিল্লির লোকসভা আসন থেকে বিজেপির মনোনয়ন বাগিয়ে নেন।

অতিশি ছাড়াও কংগ্রেসের অরবিন্দর সিং লাভলির সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা।

পূর্ব দিল্লির এ আসনের পাশাপাশি রাজধানীর আরও ছয় আসনে আগামী ১২ মে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে এনডিটিভি।

আম আদমি পার্টির প্রার্থী অতিশি বলছেন, করোল বাগ এবং রাজিন্দর নগর- দিল্লির এ দুই জায়গার ভোটার তালিকাতেই গম্ভীরের নাম আছে। দুটো এলাকাই মধ্য দিল্লির একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

এ নিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের কথাও টুইটারে জানিয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে গম্ভীরের সর্বোচ্চ এক বছরের জেল হতে পারে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এ অভিযোগের বিষয়ে ৩৭ বছর বয়সী গম্ভীরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ ওপেনিং ব্যাটসম্যান অবশ্য প্রার্থী হওয়ার পর থেকেই নানান সমস্যায় জেরবার। গৌতমের মনোনয়নপত্রে ভুলভ্রান্তি আছে জানিয়ে সেটি বাতিলের দাবিও করেছিল বিরোধীরা। নির্বাচন কমিশন পরে ওই দাবি খারিজ করে দেয়।

পূর্ব দিল্লির এ আসনে ২০১৪ সালে বিজেপির প্রার্থী ‍ছিলেন মহেশ গিরি; আম-আদমির রাজমোহন গান্ধীকে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে সাংসদ হয়েছিলেন তিনি।