শ্রীলঙ্কা: হামলাকারীদের প্রবেশ রোধে সতর্ক ভারতের কোস্ট গার্ড

শ্রীলঙ্কার বোমা হামলাকারীদের ভারতে প্রবেশের চেষ্টা রুখতে সমুদ্র সীমান্তে ভারতীয় কোস্ট গার্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2019, 11:29 AM
Updated : 22 April 2019, 11:33 AM

ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েকটি সূত্র সোমবার দেশটির গণমাধ্যম এনডিটিভিকে একথা জানিয়েছে।

স্থানীয় ইসলামি কট্টরপন্থি গোষ্ঠী ন্যাশনাল তওহীদ জামাত শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, দেশটির কর্তৃপক্ষ এমন কথা জানানোর কয়েক ঘণ্টার মধ্যে সতর্কতামূলক এ পদক্ষেপ নেয় দিল্লি।

রোববার ইস্টার সানডের পরবের দিন শ্রীলঙ্কার তিনটি গির্জা, চারটি বিলাসবহুল হোটেলে চালানো সন্ত্রাসী হামলা ও পরে একটি বাড়িয়ে ঘটা বিস্ফোরণে প্রায় ৩০০ জন নিহত হন। আহত প্রায় সাড়ে ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার সঙ্গে জড়িতরা সমুদ্র পথে দ্বীপ দেশটি থেকে পালাতে পারে, এমন শঙ্কায় উদ্বেগ দেখা দিয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সোমবার মধ্যরাত থেকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করতে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং এটি জনগণের মত প্রকাশের স্বাধীনতায় বাধ সাধবে না বলে জানিয়েছে প্রেসিডেন্টের গণমাধ্যম ইউনিট।

সন্ত্রাসী হামলার এ ঘটনায় অন্তত ২৪ জন সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

জরুরি অবস্থার পাশাপাশি রাতে রাজধানী কলম্বোজুড়ে কারফিউও জারি করেছে দেশটির সরকার। সোমবার রাত ৮টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়।