শ্রীলঙ্কা: ডেনিশ ধনকুবেরের তিন সন্তান নিহত

শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলায় ডেনমার্কের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যান্ডার হলচ পাভলসেন ও তার স্ত্রী তাদের তিন সন্তানকে হারিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2019, 10:04 AM
Updated : 22 April 2019, 10:04 AM

রোববার ইস্টার সানডের পরবের দিন দেশটিতে চালানো বোমা হামলায় তাদের চার সন্তানের মধ্যে তিন জন নিহত হয়েছেন বলে সোমবার পাভলসেনের ফ্যাশন ফার্মের এক মুখপাত্র জানিয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

তবে তারা কোথায় ও কখন নিহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাতে ওই মুখপাত্র অপারগতা জানিয়েছেন। পাভলসেন পরিবারের প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। 

ডেনিশ গণমাধ্যম জানিয়েছে, পাভলসেন পরিবার ছুটি কাটাতে শ্রীলঙ্কা গিয়েছিলেন।

চারদিন আগে তাদের এক সন্তান ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন, ওই ছবিতে তাদের অবস্থান শ্রীলঙ্কায় বলে প্রদর্শিত হয়েছে, জানিয়েছে বিবিসি।

৪৬ বছর বয়সী পাভলসেন ক্লথিং চেইন ‘বেস্টসেলার’ এর মালিক এবং জনপ্রিয় অনলাইন খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান এএসওএস এর সবচেয়ে বড় অংশীদার। 

ফোর্বস সাময়িকীর তথ্যানুযায়ী তিনি স্কটল্যান্ডের মোট ভূমির এক শতাংশেরও বেশি অংশের মালিক।  

শ্রীলঙ্কাজুড়ে গির্জায় ও বিলাসবহুল হোটেলে প্রায় একযোগে চালানো বেশ কয়েকটি বোমা হামলায় ২৯০ জন নিহত ও সাড়ে ৫০০ লোক আহত হয়েছেন।

এসব হামলায় সাত আত্মঘাতী বোমা হামলাকারী অংশ নিয়েছে বলে সোমবার জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন তদন্ত কর্মকর্তা।