কলম্বোতে বিমানবন্দরের কাছ থেকে পাইপ বোমা উদ্ধার

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ‘ঘরে তৈরি’ একটি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2019, 04:11 AM
Updated : 22 April 2019, 04:12 AM

একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার দেওয়া খবরের বরাতে বিবিসি, এনডিটিভি জানিয়েছে, রোববার রাতে বিমানবন্দরের প্রধান টার্মিনালমুখি সড়কে ওই পাইপ বোমাটি পাওয়ার যায়।

পরে বিমান বাহিনী সেটি নিষ্ক্রিয় করে বলে সোমবার জানিয়েছে পুলিশ।

শ্রীলঙ্কার বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ছয় ফুট লম্বা ওই পাইপ বোমাটি স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

খ্রিস্টীয় ইস্টার সানডের পরবের দিন কলম্বোসহ তিনটি শহরে গির্জায় ও বিলাসবহুল হোটেলে সাতটি বোমা হামলা ও একটি বাড়িতে অপর একটি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৯০ জনে দাঁড়িয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভয়াবহ এ হামলার পরও কড়া নিরাপত্তার মধ্যে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম অব্যাহত রাখা হয়।   কিন্তু রাতভর কারফিউ জারি থাকায় বহু লোক বিমানবন্দরটিতে আটকা পড়ে। সোমবার সকালে কারফিউ তুলে নেওয়ার পর লোকজন বাড়ির পথ ধরে।