একাত্তরের বন্ধু ভারতের নৌসেনা সামন্তের মৃত্যু

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখা ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন এম এন সামন্ত আর নেই।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 05:10 PM
Updated : 20 March 2019, 05:11 PM

৮৯ বছর বয়সে হার্ট অ্যাটাকে বুধবার মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

ক্যাপ্টেন সামন্ত ভারতের সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘মহাবীর চক্রে’ ভূষিত।

একাত্তরে ভূমিকার জন্য এম এন সামন্তকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ। ২০১২ সালের ২০ অক্টোবর ওই সম্মাননা স্মারক নিতে ঢাকায় এসেছিলেন তিনি।

২০১২ সালে সম্মাননা পাওয়া এই ৬১ জন বিদেশি বন্ধুর সঙ্গে ক্যাপ্টেন এম এন সামন্তও ছিলেন (ফাইল ছবি)

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক সম্মান জানিয়ে শুক্রবার এম এন সামন্তের শেষকৃত্য হবে।

অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা সামন্ত স্ত্রী নির্মলা এবং তিন মেয়ে রেখে গেছেন।

ক্যাপ্টেন সামন্ত একাত্তরে বাংলাদেশের নৌবাহিনী গঠনে ভূমিকা রেখেছিলেন। মোংলা বন্দরে পাকিস্তানি নৌবাহিনীর বিরুদ্ধে সফল নৌযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

একটি অভিযানে বিপদে পড়ার পর মুক্তিবাহিনীর সদস্যসহ অন্য সহযোদ্ধাদের বাঁচাতে নিজের মৃত্যুর তোয়াক্কা না করে সামন্তের বীরত্বপূর্ণ ভূমিকার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে টাইমস অব ইন্ডিয়া।