লন্ডনে গ্রেপ্তার পলাতক ভারতীয় ব্যবসায়ী নীরব মোদী

লন্ডনে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে ১৩ হাজার কোটি রুপির ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ী নীরব মোদীকে। তাকে এখন আদালতে তোলা হবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 10:29 AM
Updated : 20 March 2019, 10:33 AM

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ইংল্যান্ডের একটি আদালত নীরবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই তাকে গ্রেপ্তার করা হল। রাষ্ট্রায়ত্ত্ব পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে প্রতারণা করার অভিযোগ আছেতার বিরুদ্ধে।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদনের ভিত্তিতেই ওই পরোয়ানা জারি করে ইংল্যান্ডের আদালত। বুধবাররই তাকে আদালতে তোলা হতে পারে।

অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদী দীর্ঘদিন ধরেই ছিলেন পলাতক। এর আগে তাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকার আবেদনও করেছিল।