কাশ্মীরে বিশেষ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শোপিয়ান জেলায় নিজ বাড়ির সামনে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে এক বিশেষ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2019, 02:11 PM
Updated : 16 March 2019, 02:39 PM

শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে শ্রীনগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে ভেহিল গ্রামে খুব কাছ থেকে এসপিও খুশবু জানকে গুলি করা হয়।

দ্রুত তাকে স্থানীয় জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়, খবর এনডিটিভির। 

এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে, “সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। আমরা ঘৃণ্য এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই এবং এই সঙ্কটকালে তার পরিবারের পাশে আছি।”

নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে হামলাকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করতে নির্দিষ্ট মাসিক পারিশ্রমিকে এসপিওদের নিয়োগ দিয়েছে জম্মু ও কাশ্মীরের রাজ্য পুলিশ। কিন্তু অগ্নেয়াস্ত্র পরিচালনার ওপর তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি এবং তাদের জন্য কোনো আগ্নেয়াস্ত্রও বরাদ্দ করা হয়নি।

রাজ্য পুলিশ কর্মকর্তাদের সবচেয়ে নিচু ধাপে এসপিওদের অবস্থান। কনস্টবলদের অবস্থান তাদের ওপরে। কনস্টবলদের অস্ত্র পরিচালনার পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয় ও বাহিনী থেকে তাদের অস্ত্রও দেওয়া হয়।