কাবুলে শিয়া নেতার স্মরণসভায় মর্টার হামলা, নিহত ১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রভাবশালী এক শিয়া নেতার স্মরণসভায় মর্টার হামলায় ১১ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2019, 04:13 AM
Updated : 9 March 2019, 04:13 AM

বৃহস্পতিবারের ওই হামলায় আরও অন্তত ৯৫ জন আহত হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হাজারা সম্প্রদায়ের শীর্ষ এক নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণসভায় সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ছিলেন চলতি জুলাইয়ে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের তিন প্রার্থীও।

প্রাথমিকভাবে সন্ত্রাসীদের হামলায় তিন জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল। 

তালেবানরাই এ হামলার পরিকল্পনা করে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি দাবি করলেও পরে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট হামলাটির দায় স্বীকার করেছে।

সুন্নি মুসলিম জঙ্গিদল ইসলামিক স্টেট ও তালেবানরা বছরের পর বছর ধরে আফগানিস্তান ও পাকিস্তানের হাজারা সম্প্রদায়ের ওপর একের পর এক হামলা চালিয়ে আসছে।

বৃহস্পতিবারের হামলার সঙ্গে জড়িতসন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার নিন্দা জানিয়েছেন।