পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় চলচ্চিত্র, বিজ্ঞাপন

পাকিস্তানের মাটিতে ভারতীয় বিমানবাহিনীর বোমাবর্ষণের কয়েকঘণ্টা পর ভারতে নির্মিত সবধরনের চলচ্চিত্র এবং বিজ্ঞাপন প্রদর্শণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 02:56 PM
Updated : 27 Feb 2019, 02:56 PM

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী চৌধুরি ফাওয়াদ হুসাইন এ তথ্য জানান বলে জানিয়েছে এনডিটিভি।

তিনি বলেন, পাকিস্তানের ‘ফিল্ম এক্সিবিটরস অ্যাসোসিয়েশন’ ভারতীয় চলচ্চিত্র বয়কট করবে।

পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটিকে ভারতে নির্মিত সব ধরনের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান এই মন্ত্রী।

এর আগে ভারতের কয়েকজন চলচ্চিত্র নির্মাতা পাকিস্তানে তাদের সিনেমা প্রদর্শন না করার ঘোষণা দেন।

‘টোটাল ধামাল,’ ‘লুকা চুপ্পি’, ‘অর্জুন পাটিয়ালা’, ‘নোটবুক’ এবং ‘কবীর সিং’ সিনেমা নির্মাতারা পাকিস্তানে তাদের ছবি মুক্তি না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলাকে কেন্দ্র করে সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি আক্রমণে চরম উত্তেজনা বিরাজ করছে।

এর মধ্যেই বুধবার পাকিস্তান দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার এবং একজন বৈমানিককে ‘আটক’ করার দাবি করেছে।

অন্যদিকে, দিল্লি থেকে পাকিস্তানের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার এবং নিজেদের একটি মিগ-২১এস ও সেটির পাইলট নিখোঁজ হওয়ার কথা জানানো হয়েছে বলে জানায় বিবিসি।