ভারত-পাকিস্তান উত্তেজনা: দু'পক্ষকে সংযত থাকতে বলল চীন

পুলওয়ামায় জঙ্গি হামলায় সেনা নিহতের প্রতিশোধে পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর সৃষ্টি হওয়া যুদ্ধ পরিস্থিতিতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2019, 04:15 PM
Updated : 26 Feb 2019, 06:30 PM

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে পিটিআই বার্তা সংস্থা এখবর জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেন, “আমরা আশা করি ভারত এবং পাকিস্তান উভয়ই চলমান পরিস্থিতিতে সংযত থাকবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করে এমনকিছু করে নিজেদের সম্পর্কের উন্নতি ঘটাবে।”

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে আঞ্চলিক প্রভাবশালী দেশ চীন এই প্রথম তাদের প্রতিক্রিয়া জানাল। এর আগে পুলওয়ামায় হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিল দেশটি।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনের বেশি জওয়ান নিহতের ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের ঘাঁটিতে বোমা হামলা চালায় ভারতীয় বিমানবাহিনী।

হামলায় তিনশতাধিক জঙ্গি এবং ২৫ জনের বেশি প্রশিক্ষক নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তান প্রাণহানির খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তাদের আকাশসীমা লঙ্ঘনের সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে।