কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৯

ভারতশাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের জঙ্গি আস্তানায় সেনাদের তল্লাশি অভিযানে গোলাগুলিতে নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 03:48 AM
Updated : 18 Feb 2019, 04:31 PM

সোমবারের এ সংঘর্ষে নিহতদের ৪ জন ভারতীয় সেনা একজন পুলিশ বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও নিহত হয়েছে এক বেসামরিক নাগরিক এবং তিন জঙ্গি।

পুলওয়ামার পিঙ্গলান এলাকায় দুই থেকে তিন জন বিচ্ছিন্নতাবাদী লুকিয়ে ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ। নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেললে কোনঠাসা বিচ্ছিন্নতাবাদীরা গুলি শুরু করে।

এ সময় দুপক্ষের গোলাগুলিতে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন জঙ্গি জৈশ ই-মোহম্মদের সদস্য বলে পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার পুলওয়ামায় গাড়িবোমা হামলা চালানোর দায় স্বীকার করেছে এ দলটি।

জম্মু-শ্রীনগর মহাসড়কে এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সেসের (সিআরপিএফ) ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হওয়ার চার দিন পর পুলওয়ামাতেই ফের গোলাগুলির এ ঘটনাটি ঘটল।

এবারের ঘটনাটি বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার স্থান থেকে ছয় থেকে আট কিলোমিটার দূরে ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

সোমবার ওই হামলার পেছনে জড়িতদের খুঁজতেই ১৬ ঘন্টা ধরে ওই অভিযান চলে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গ্রামবাসীদেরকে ঘরে থাকতে বলে এ অভিযান চালায়।