সফরের আগে সৌদি যুবরাজের ৫ ট্রাক ‘ব্যক্তিগত মালামাল’ পাকিস্তানে

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর শুরুর আগেই তার ব্যক্তিগত মালামাল ট্রাকে চেপে ইসলামাবাদে পৌঁছেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2019, 10:52 AM
Updated : 12 Feb 2019, 10:52 AM

দুই দিনের এ সফরে সৌদি যুবরাজ দশকের পর দশক ধরে মিত্র পাকিস্তানের সঙ্গে কয়েকশ’ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে।

মোহাম্মদ চলতি সপ্তাহেই পাকিস্তান নামবেন; নিরাপত্তার কারণে তার ভ্রমণসূচি গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সোমবার পাকিস্তানের সৌদি দূতাবাস সূত্রে ডন ব্যায়ামের যন্ত্রপাতি, আসবাবসহ ক্রাউন প্রিন্সের ব্যক্তিগত জিনিসপত্র ৫টি ট্রাকে করে ইসলামাবাদ পৌঁছেছে বলে জানায়। 

যুবরাজের নিরাপত্তা দলের সদস্য ও সৌদি গণমাধ্যমের প্রতিনিধিরাও এরই মধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌছেছেন।

ক্রাউন প্রিন্স হওয়ার পর এটিই মোহাম্মদের প্রথম পাকিস্তান সফর। ইয়েমেনের যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও তিনি একবার ইসলামাবাদ সফর করেন।

পাকিস্তান সফরে মোহাম্মদ দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনেই আতিথ্য নেবেন বলে অনুমান করা হচ্ছে। তবে তার সফরসঙ্গীদের জন্য ইসলামাবাদের দুটি শীর্ষ হোটেল পুরোপুরি বুক করে রাখা হয়েছে; আংশিক খালি রাখা হয়েছে আরও দুটি হোটেল। 

দুই দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির শীর্ষ সামরিক-বেসামরিক নেতাদের সঙ্গেও সৌদি ক্রাউন প্রিন্সের বৈঠক করার কথা রয়েছে।