বোনের প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ের বিরোধিতায় থাই রাজা

মনোনয়নপত্র জমা দিয়ে বোনের প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে নামার চেষ্টা ‘অনুচিত’ এবং অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 04:40 PM
Updated : 8 Feb 2019, 04:53 PM

রাজার বোন প্রিন্সেস উবোরাতানা শুক্রবার দেশের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে ব্যতিক্রমী নজির সৃষ্টি করেন।

৬৭ বছর বয়সী উবোরাতানা রাজকন্যা সিরিভাধানা বার্ণাভাদি বর্তমান থাই রাজা মাহা ভাজিরালংকর্ণের বড় বোন এবং প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের প্রথম সন্তান।

নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুগত দলের একজন প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কিন্তু তার এ পদক্ষেপে থাই রাজপরিবারের রাজনীতির বাইরে থাকার প্রথা ভঙ্গ হবে। দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী থাই রাজপরিবার রাজনীতির বাইরেই থাকে।

আগামী ২৪ মার্চ থাইল্যান্ডে জাতীয় নির্বাচন। থাই রাজার আপত্তির কারণে এখন নির্বাচন কমিশন উবোরাতানাকে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করতে পারে।

রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে রাজা বলেছেন, “রাজপরিবারের উচ্চপদস্থ সদস্যের রাজনীতিতে জড়িত হওয়া, তা যেভাবেই হোক না কেন, তা দেশের ঐতিহ্য, প্রথা এবং সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। আর সেকারণেই এ ধরনের কিছু করা একেবারেই ঠিক নয়।”