আইএসের সঙ্গে জড়িত অভিযোগে ভারতে গ্রেপ্তার ৯

সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথিত অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্য থেকে এক কিশোরসহ নয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 07:42 AM
Updated : 23 Jan 2019, 07:42 AM

মঙ্গলবার রাজ্যটির মুমব্রা, থানে ও আওরঙ্গাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

এরা সবাই সন্ত্রাসী গোষ্ঠী আইএসে সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) ।

ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গিগোষ্ঠীগুলোর ‘স্লিপার সেলের’ উপস্থিতি নিয়ে তদন্ত করছিল মহারাষ্ট্র এটিএস।

‘নির্ভরযোগ্য’ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএস ‘তাদের বিষয়ে প্রাসঙ্গিক তথ্য’ যোগাড় করার পর ‘কয়েক সপ্তাহ ধরে’ তাদের অনুসরণ করে বলে জানিয়েছে সংস্থাটি।

‘দলটি অ্যাকশনে যেতে পারে’ এমন সম্ভাবনার মুখে মঙ্গলবার রাতে মুমব্রা, থানে ও আওরঙ্গাবাদের পৃথক পাঁচটি এলাকায় তল্লাশি চালায় এটিএসের কয়েক ডজন টিম।

অভিযানকালে রাসায়নিক, বিস্ফোরক, মোবাইল ফোন, সিম কার্ড, এসিডের বোতল ও ধারালো ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছে এটিএস।

তদন্তকারীরা ধৃতদের নাম-পরিচয় প্রকাশ না করলেও তাদের বয়স ও কোথা থেকে তাদের ধরা হয়েছে তা জানিয়েছেন।