মুম্বাইয়ে হাসপাতালে আগুন, নিহত ৬

ভারতের মুম্বাইয়ে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন প্রাণ হারিয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 02:55 PM
Updated : 17 Dec 2018, 05:17 PM

এখন পর্যন্ত জ্বলতে থাকা হাসপাতাল থেকে ১৪৫ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

নগরীর দুর্যোগ ব্যবস্থাপনা  বিভাগের এক কর্মকর্তা বলেন, স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ফায়ার ব্রিগেডে ফোন করে মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ইএসআইসি কামগর হাসপাতালে আগুন লাগার খবর দেওয়া হয়।

পাঁচতলা ভবনের পুরোটাই আগুন ও ধোঁয়ায় ভরে গেছে। ১০টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। হাসপাতলের ভেতরে কয়েকজনের আটকে পড়ছে বলে ধারণা করা হচ্ছে....উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

এক পুলিশ কর্মকর্তা মৃতের সংখ্যা ছয় বলে জানিয়েছেন। তবে হাসপাতালের প্রায় সব রোগীকেই উদ্ধার করা হয়েছে এবং এখনো কেউ ভেতরে আটকা পড়ে আছে কিনা- দমকল বাহিনী তা খুঁজে দেখছে বলেও জানান তিনি।