কাশ্মিরে সৈন্যদের সঙ্গে গোলাগুলিতে ৩ ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2018, 07:14 AM
Updated : 9 Dec 2018, 07:14 AM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে পরবর্তী ১৭ ঘন্টা ধরে অব্যাহত ছিল বলে রোববার জানিয়েছে এনডিটিভি। 

অভিযান চলাকালে এক সৈন্য আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর শহর থেকে ১১ কিলোমিটার দূরে মুজগুন্ড গ্রামের একটি বাড়িতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ অবস্থানের খবর পেয়ে শনিবার সন্ধ্যা থেকে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

অভিযানের মুখে নিরাপত্তা বাহিনীকে এড়াতে তারা বাড়ি পাল্টানো শুরু করে বলে জানিয়েছে পুলিশ। 

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কর্তৃপক্ষ শ্রীনগর জেলায় মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত রেখেছে। 

চলতি বছর রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর হাতে ২৩২ জন ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়েছে বলে এর আগে খবর দিয়েছিলেন দেশটির কর্মকর্তারা।