হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন মালালা

পাকিস্তানের নোবেলজয়ী শিশুশিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে বিশ্বব্যাপী নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 03:02 PM
Updated : 7 Dec 2018, 03:02 PM

বৃহস্পতিবার হার্ভাড কেনেডি স্কুলে ‘সেন্টার ফর পাবলিক লিডারশিপ কেন্দ্র’ থেকে এক অনুষ্ঠানে মালালাকে গ্লিটসম্যান অ্যাওয়ার্ড ২০১৮ দেওয়া হয়েছে।

কিশোর বয়স থেকেই নারীশিক্ষা ও অধিকার আদায়ের পক্ষে কথা বলে আসছেন মালালা। ২০১২ সালের অক্টোবরে মালালার স্কুলবাসে উঠে মুখোশধারী তালেবান জঙ্গিরা তাকে গুলি করে চলে যায়। তৎক্ষণাৎ তার চিকিৎসা করানো হয় এবং উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।

২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার পান মালালা। বর্তমানে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ২১ বছর বয়সের এ তরুণী।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, মালালার জীবনের গল্প কিশোর-কিশোরীদেরকে তার পথ অনুসরণের অনুপ্রেরণা জোগাবে।

বিশ্বজুড়ে জীবনমানের উন্নতি ঘটানোর মতো অবদানের স্বীকৃতি হিসেবে সাধারণত ‘গ্লিটসম্যান অ্যাওয়ার্ড’ দেওয়া হয়ে থাকে। পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় ১ লাখ ২৫ হাজার ডলার।