ভারতের কর্নাটকে বাস খালে পড়ে নিহত ৩০

ভারতের কর্নাটক রাজ্যের দক্ষিণাঞ্চলে একটি বাস খালে পড়ে পাঁচ শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2018, 11:42 AM
Updated : 24 Nov 2018, 03:33 PM

শনিবার বিকালে বেঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে মানদিয়ায় এ ঘটনা ঘটে বলে খবর এনডিটিভির।

প্রাইভেট ওই বাসটিতে ৩৫ জন লোক ছিল। তাদের মধ্যে চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর বাসটি খালে পড়ে যায়। একপাশে কাত হয়ে দ্রুত ডুবে যাওয়া বাসটির দরজার পাশটি নিচে পড়ায় বাসের সবাই ভিতরে আটকা পড়ে যায়, তারা আর বের হতে পারেনি।

তবে বাসটির চালক কোনো রকমে বের হয়ে সাঁতরে নিজেকে রক্ষা করেন বলে জানা গেছে।

নিকটবর্তী ক্ষেতে কর্মরত কৃষকরা দ্রুত উদ্ধার কাজ শুরু করে কয়েকজন যাত্রীকে রক্ষা করেন।

কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডাঃ জি পরমেশ্বর জানিয়েছেন, চালক ঠিকমতো চালাচ্ছিল না বলে মনে করেন তিনি।

স্থানীয়রা ডুবে যাওয়া বাসটিতে দড়ি বেঁধে সেটিকে পানি থেকে বের করার চেষ্টা করছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।     

কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী শনিবারই ঘটনাস্থলে যাবেন। তিনি মানদিয়ার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ডেপুটি কমিশনারকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারক করার নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।