বরযাত্রায় গুলিবিদ্ধ হওয়ার পরও বিয়ের পিঁড়িতে

ভারতের রাজধানী দিল্লিতে বরযাত্রায় গুলিবিদ্ধ হয়েও বিয়ে করলেন এক যুবক।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 06:15 PM
Updated : 21 Nov 2018, 06:31 PM

পুলিশের বরাত দিয়ে বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচার হয় ২৫ বছরের ওই বরের। অল্প কয়েক ঘণ্টার মধ্যেই কনের কাছে গিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। তখনও তার কাঁধে গুলি আটকে ছিল।

সোমবার রাতে ওই বরযাত্রায় গুলিবর্ষণে দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

ভারতে বিয়েতে গুলিবর্ষণের ঘটনা এটাই প্রথম নয়। গত এপ্রিলেও এ ধরনের ঘটনায় প্রাণ হারান একজন, তার আগে ২০১৬ সালে নিহত হয়েছিলেন আরেকজন।

সোমবারের ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত ৯টার দিকে মটরসাইকেলে এসে বরের পথে আটকে গুলি করে পালিয়ে যান হামলাকারীরা।

পুলিশ বলছে, হামলার আগে বরবাহী ঘোড়ার গাড়িতে উঠে পড়েন সন্ত্রাসীরা। এই হামলা পূর্ব পরিকল্পিত বলেই তাদের ধারণা।

হামলার সময় বরকে ঘিরে নাচ-গানে মত্ত থাকা তার বন্ধু-স্বজনদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছিল।

“বর সঙ্গে সঙ্গে তার ভাইকে গুলিবিদ্ধ হওয়ার কথা বলেন এবং তিনি তাকে বাতরা হাসপাতালে নিয়ে যান,” বিবিসিকে বলেছেন পুলিশের ডেপুটি কমিশনার ভিজয় কুমার।

চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার রক্তপাত বন্ধ করেন। তবে গুলি বের করার জন্য দরকার ছিল বড় ধরনের অস্ত্রোপচার। সেজন্য বিয়ের পর আবার হাসপাতালে যান বর।