রাজনীতিতে ‘ইউ-টার্ন’, হিটলারের উদাহরণে সাফাই ইমরানের

পরিস্থিতির দাবি অনুযায়ী যে নেতারা ‘ইউ-টার্ন’ নেন না তারা ‘প্রকৃত নেতা না’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2018, 05:22 AM
Updated : 18 Nov 2018, 07:17 AM

নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি জার্মানির সাবেক একনায়ক এডলফ হিটলারের উদাহরণও দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম, খবর এনডিটিভির।

“হিটলার ও নেপোলিয়ন (বোনাপার্ট) ইউ-টার্ন না নেওয়ায় ভীষণভাবে পরাজিত হয়েছিলেন, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল,” শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান এমনটি বলেছেন বলে তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে জিও নিউজ।

“আপনি যদি হাঁটতে থাকেন আর সামনে একটি দেয়াল পড়ে, তখন আপনাকে রাস্তা পরিবর্তন করে বিকল্প রাস্তা খুঁজতে হবে; কীভাবে ইউ-টার্ন নিতে হয় যে নেতা জানেন না তিনি সফল হন না,” ইমরান এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন সংবাদ সম্মেলনে থাকা এক সাংবাদিক।

ইমরানের এসব মন্তব্যের তীব্র সমালোচনা হয়েছে।

পাকিস্তান পিপলস পার্টির নেতা খুরশীদ শাহ ইমরানকে কটাক্ষ করে বলেছেন, “ইমরান খান হিটলার এবং ক্ষতি এড়াতে সে ইউ-টার্ন নিয়েই যাচ্ছে।”

তিনি মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী একটি বার্তা দিচ্ছেন যে হিটলার হেরেছে কারণ সে ইউ-টার্ন নেয়নি, নিলে সে সফল হতো।