ইন্টারনেট কী- জানে না ৬৯% পাকিস্তানি

১৫ থেকে ৬৫ বছর বয়সী ৬৯ শতাংশ পাকিস্তানির ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণা নেই।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2018, 04:04 PM
Updated : 12 Nov 2018, 04:14 PM

শ্রীলংকাভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘লিনএশিয়া’ পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা সোমবার একথা জানিয়েছে।

খবরে বলা হয়, ২০১৭ ‍সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের দুই হাজার পরিবার এই জরিপে অংশ নিয়েছে। মূলত ১৫ থেকে ৬৫ বছরের নারী-পুরুষদের উপর জরিপটি চালানো হয়।

এশিয়ার দেশগুলোতে ইন্টারনেট ব্যবহারে সচেতনতার অভাব আছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানে ১৫ থেকে ৬৫ বছরের নাগরিকদের মধ্যে মাত্র ৩০ শতাংশ ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে সচেতন। তাদের মধ্যে ১৭ শতাংশ জানিয়েছেন, তারা নিয়মিত ইন্টারনেট ব্যবহার করেন।

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানে পুরুষ ও নারীদের মধ্যে ব্যবধান ৪৩ শতাংশ। যদিও এ ব্যবধান ভারত ও বাংলাদেশের তুলনায় কম। ভারতে এ হার ৫৭ শতাংশ এবং বাংলাদেশে ৬২ শতাংশ।