আফগানিস্তানে বন্দুক হামলায় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে গভর্নরের কম্পাউন্ডে এক দেহরক্ষীর চালানো গুলিতে দেশটির সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল রাজিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 18 Oct 2018, 03:26 PM
Updated : 18 Oct 2018, 03:26 PM

গভর্নরের কম্পাউন্ডে একটি বৈঠকের পর এ ঘটনা ঘটে।ওই বৈঠকে যোগ দিয়েছিলেন শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার। তবে তিনি হামলা থেকে প্রাণে বেঁচে যান।

গুলিতে আব্দুল রাজিকসহ নিহত হন গোয়েন্দা সংস্থা এনডিএ’র একজন স্থানীয় কমান্ডারও।গুরুতর আহত হন প্রাদেশিক গভর্নর জালমে ওয়েসা।

হামলার দায় স্বীকার করেছে তালেবান। মার্কিন কমান্ডার স্কট মিলার এবং রাজিকই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা। জঙ্গিদের ঘোর বিরোধী হিসাবে সুপরিচিত ছিলেন রাজিক।

শনিবারই আফ গানিস্তানে পার্লামেন্ট নির্বাচন। তার আগে প্রভাবশালী পুলিশ প্রধান জেনারেল রাজিকের মৃত্যু সরকারের জন্য একটি বড় ধাক্কা। তালেবান জঙ্গিরা এরই মধ্যে নির্বাচন বানচালের হুমকি দিয়েছে।