‘একবারের জবাবে দশবার’ সার্জিক্যাল হামলার হুমকি পাকিস্তানের

একবার সার্জিক্যাল হামলা চালালে জবাবে দশবার সার্জিক্যাল হামলা চালানো হবে বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 04:03 AM
Updated : 14 Oct 2018, 04:24 AM

পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর সাম্প্রতিক কথার লড়াইয়ের মধ্যে শনিবার এ হুমকি দিয়েছে পাকিস্তান, খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

লন্ডনে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর একথা বলেছেন বলে শনিবার জানিয়েছে গণমাধ্যমটি।

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সফরসঙ্গী হিসেবে গফুর তখন লন্ডনে ছিলেন। 

“যদি পাকিস্তানের ভিতরে সার্জিক্যাল হামলা চালানোর সাহস দেখায় ভারত, তবে জবাবে ১০টি সার্জিক্যাল হামলার মুখোমুখি হবে তারা,” গফুর এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রেডিও পাকিস্তান।

তিনি আরও বলেছেন, “আমাদের বিরুদ্ধে যারা আকস্মিক দুর্দশা ঘটানোর কথা ভাবছে তারা পাকিস্তানের সামর্থ্য সম্পর্কে ধারণা রাখে তাতে কোনো সন্দেহ নেই।”

সেনাবাহিনী পাকিস্তানের গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় বলে সাক্ষাৎকারে করা এক মন্তব্যে দাবি করেছেন তিনি।