কাশ্মিরে গিরিসঙ্কটে বাস, নিহত ২০

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে যাত্রীবাহী একটি মিনিবাস গভীর গিরিসঙ্কটে পড়ে ২০ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 12:00 PM
Updated : 6 Oct 2018, 06:47 PM

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে রামবান জেলার এ ঘটনায় আরও অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

বাসটি জম্মু-শ্রীনগর মহাসড়ক ধরে রামবান শহর থেকে বানিহাল যাচ্ছিল বলে জানিয়েছে এনডিটিভি।

বাসটি জম্মু ও কাশ্মির মহাসড়ক থেকে ২০০ ফুট নিচে গিরিসঙ্কটে পড়ে যায়। ছবি: গ্রেটার কাশ্মির

‘অতিরিক্ত যাত্রীবোঝাই’ বাসটির চালক মহাসড়কের কেলা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীসহ বাসটি গড়িয়ে ২০০ ফুট গভীর গিরিসঙ্কটে পড়ে যায় বলে জানিয়েছেন পুলিশের দোদা-কিশতওয়ার-রাবমান রেঞ্জের ডিআইজি রফিক উল হাসান, খবর পিটিআইর।     

নিহতদের মধ্যে চার নারী ও বাসটির চালকও রয়েছেন। গুরুতর আহত ১০ যাত্রীকে হেলিকপ্টারে করে উধমপুরের সামরিক হাসপাতালে ও অপর দুজনকে জম্মুর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা আরও জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় সেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান শুরু করে, পরে তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনীর কুইক রিয়্যাকশন টিম।